
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে গণ সসংযোগ করা হয়েছে। বুধবার বিকালে আশাশুনি উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ গণ সংযোগোর আয়োজন করা হয়। উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া, কামালকাটি ও বদরতলা বাজারে গনসংযোগ করা হয়। জেলা জাতীয় পার্টির সদস্য এড. আলিফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন (সাবেক মেম্বার), সাধারণ সম্পাদক প্রফেসর ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ক্রীড়া ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদর ইউনিয়ন সেক্রেটারি জাকারিয়া সরদার, উপজেলা জাপার ভাইস চেয়ারম্যান কাশেম মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণ সংযোগ শেষে দলীয় কর্মীদের নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে কমিটি গঠন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনের পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।