
কালিগঞ্জে প্রতিনিধি:কালিগঞ্জের উপজেলার মথুরেশপুর ইউনিয়ন তথ্য প্রযুক্তিলীগের আয়োজনে বসন্তপুর ত্রিমোহনী নিজস্ব কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বসন্তপুর ওয়াপদা ত্রিমহনী সংলগ্ন স্হানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আব্দুস সবুরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির হান্টু, সিনিয়র সহ-সভাপতি ওলিউর রহমান, ক্রিড়া বিষয়ক সম্পাদক আবু রায়হান প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ শরিফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অন্ধ হাফেজ শাহাদাৎ হোসেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীসমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।