
স্টাফ রিপোর্টার: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রবিবার (৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষারিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। এদিকে রবিবার সন্ধ্যায় সদ্য অব্যাহতি পাওয়া দেবহাটা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ হোসেন অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরী ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।