কলারোয়া ব্যুরো :
৫০তম শীতকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তিনদিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন সোমবার বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মো: জাহিদুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন।
উপস্থিত ছিলেন, মাই টিভি’র জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, জাতীয় স্কুল ক্রীড়া সমিতির সহ-সম্পাদক শিক্ষক আবু সাঈদ। আরো উপস্থিত ছিলেন, শারিরীক শিক্ষক মনোরঞ্জন মন্ডল, আমিনুর রহমান, জাহিদ হাসান, ইমরান ফকির, নজরুল ইসলাম, বিপিএড শিক্ষক সাইফুল আলম সিদ্দিকী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।