প্রেস বিজ্ঞপ্তি: জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে সাতক্ষীরার সকল শিল্পী কলাকুশলী সংস্কৃতি কর্মী কবি-সাহিত্যিকের পক্ষে থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরা এস এম মোস্তফা কামাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি নির্বাহী কমিটির নেজারত ডেপুটি কালেক্টর আজহার হোসেন, সাইফুল করিম সাবু, বিশিষ্ট কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, পলটু বাসার, হেনরি সরদার, শামিমা পারভীন রত্না, বরুণ ব্যানার্জী, ফারহা দীবা খান সাথী, বিশিষ্ট কন্ঠশিল্পী মোঃ কামরুল ইসলাম, চৈতালি মুখার্জিসহ সাতক্ষীরার কবি – সাহিত্যক ও সুধীজন। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ মোসফিকুর রহমান মিলটন সাধারণ সম্পাদক জেলা শিল্পকলা একাডেমি।