নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা শীবতলা মোড়ের মৃত আকছেদের ছেলে প্রতিবন্ধী কবির এর একমাত্র রোজগারের অবলম্বন চা এর দোকানে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত একটার দিকে এই চুরির ঘটনা ঘটে।
প্রতিবন্ধী কবিরের কাছ থেকে জানা যায়, তার দোকানের ৩২” এলইডি টিভি, নগত অর্থ সহ বিভিন্ন মালামাল চুরি করেছে কে বা কারা। এলাকায় চোরের উপদ্রব এত পরিমান বেড়েছে যে স্থানীয় সাধারণ মানুষ এলাকার নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তির অসাবধানতাকে দায়ী করছেন। সকালে স্থানীয় মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন । এখন পর্যন্ত এ নিয়ে কোনো আইনের আশ্রয় নেওয়া হয়নি ।