
সাতনদী অনলাইন ডেস্ক: লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন শ্বশুর নাছির উদ্দিন (৫১)।
ঘটনাটি ঘটেছে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে।
অভিযুক্ত জামাই এমদাদুল ইসলাম এনদা (৩৫) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে তরিফ উদ্দিনের ছেলে। তিনি বড়খাতা বাজারের হাজি জামে মসজিদ এলাকার অটোরিকশার পার্স ব্যবসায়ী।
থানা সূত্রে জানা যায়, দেড় বছর আগে নীলফামারীর ডীমলা উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের নাছির উদ্দীনের মেয়ে নাজনীন বেগম (২২) এর সাথে বিয়ে হয় হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের তরিফ উদ্দীনের ছেলে এমদাদুল ইসলাম এনদার। বিয়ের পর জামাই-শাশুড়ির মধ্যে সম্পর্ক গড়ে উঠে। জামাইয়ের বাড়িতে বেড়াতে আসতেন শাশুড়ি। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। বিষয়টি নজরে আসে স্ত্রী নাজনীনের। এ নিয়ে স্বামীর সঙ্গে প্রায় ঝগড়া হতো তার। এ নিয়ে একদিন নাজনীনকে মারধর করে ঘরে তালাবদ্ধ করে রাখেন এনদা। এমতাবস্থায় নাজনীন ঘরের বেড়া ভেঙে পালিয়ে আশ্রয় নেন হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের এক বাড়িতে। সেখান থেকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নাজনীন।
এরমধ্যে গত ২১ জানুয়ারি এনদা তার শাশুড়িকে নিয়ে পালিয়ে যায় বলে আজ থানায় অভিযোগ করেন তার শ্বশুর।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল হক জানান, অভিযোগ পেয়ে আমি একজন অফিসারকে ঘটনা তদন্তে পাঠিয়েছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।