শার্শা (যশোর) সংবাদদাতা:
শার্শার বাগআঁচড়ায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৩ পালিত হয়েছে। আজ (রবিবার) সকাল ১০ সময় দিবসটি পালন করা হয়। উক্ত মহান স্বাধীনতা দিবসটি বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে (পবিত্র রমজান মাসের কারণে) সীমিত পরিসরে র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতে ফুলের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ৮নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শওকত হোসেন, ইউপি সদস্য মোঃ আবু তালেব। কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নাসির উদ্দিন মেম্বার।
আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, যুবলীগ নেতা সোহাগ হোসেন, মেহেদী হাসান শিপলু, শেখ নাজমুল হোসেন, আকিব জাবেদ শুভ প্রমুখ।