সোহাগ হোসেন, শার্শা: যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে কায়বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট ১৬৯৫ টি কার্ডধারী পরিবারের মাঝে এই টিসিবি’র পণ্য বিতরণ করা হয়। এসময় বিতরণ করা হয় ২ লিটার সয়াবিন তৈল, ও ২ কেজি মসুর ডাল, যার মূল্য নির্ধারণ করা হয় (৩৪০) টাকা। টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৭নং কায়বা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাব হোসেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন। তিনি আরও বলেন, আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন উনাকে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ৭নং কায়বা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুল রহমান, উপকৃষি কর্মকর্তা অসীম কুমার মজুমদার, ইউপি সদস্য শহিদুল ইসলাম (ময়না) সহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।