শার্শা (যশোর) সংবাদদাতা:
যশোরের শার্শায় ১৩ পিচ স্বর্ণের বারসহ মোঃ কামরুজ্জামান (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক, কামরুজ্জামান উপজেলার গোগা গ্রামের কুদরত উল্লার ছেলে।
খুলনা-২১ বিজিবি’র অধিনায়ক কর্নেল তানভীর রহমান জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের মাধ্যমে উপজেলার গোগা গ্রামের গাজীপাড়া এলাকায় বিজিবি’র নজরদারি বাড়ানো হয়। এ সময় সন্দেহভাজন ওই যুবককে গতিরোধ করে আটক করে তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি, ৫,৫৬ গ্রাম, বতর্মান বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারি শাখায় জমা করা হবে বলে তিনি জানান।