শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ১ কেজি ৫ শ’ গ্রাম গাঁজাসহ আব্বাস আলী বাবু (৩০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (১ মে) রাতে শার্শা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্বাস আলী বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের ইলিয়াস কাঞ্চনের ছেলে। ডিবি’র সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সোলায়মান আক্কাসের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর-বেনাপোল হাইওয়ে রাস্তার পাশে জনৈক রয়েল এর নব-নির্মিত তিনতলা বিল্ডিং এর সামনে থেকে আব্বাস আলীকে ১ কেজি ৫ শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এবং আটক আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।
শার্শায় গাঁজাসহ যুবক আটক
পূর্ববর্তী পোস্ট