
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬(পাইকগাছা-কয়রার) এমপি আকতারুজ্জামান বাবু বলেছেন, এবারের প্রানের শারদ উৎসবে বাঙালীর বিবেক আরও জাগ্রত ও বিকশিত হোক। পাইকগাছায় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার সকালে পূজা উদযাপন পরিষদ আয়োজিত সরকারী অর্থ বিতরন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন মুক্তিকামী সব ধর্মের মানুষের সংগ্রামে অসাম্প্রদায়িক চেতনায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন এ দেশে সকলের অধিকার সমান। সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরিন বিভেদ মিটিয়ে মিলেমিশে বসবাস করুন। নিজের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করন, আমি আপনাদের পাশে আছি। কথায়-কথায় দেশত্যাগ করে নিজের সম্প্রদায়ের মানুষের বিপদ ডেকে আনবেন না। শেষে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁর যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সংগ্রামে হিন্দু-মুসলিম সহ সব ধর্মের মানুষ শরীক হয়ে সমৃদ্ধ দেশ গড়তে অবদান রাখার আহবান জানান। উপজেলা পরিষদ হল রুমে পূজা পরিষদ সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে ও সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রানকৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, শংকর দেবনাথ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, সাংবাদিক বি.সরকার, স্নেহেন্দুবিকাশ, প্রমথ সানা, পূর্ণ চন্দ্র মন্ডল, হেমেশ মন্ডল, বাবুরাম মন্ডল, সুণীল মন্ডল, পিযুষ সাধু, জগদীশ রায়, সূভাষ রায় ইউপি সদস্য, বিপুল মন্ডল, শান্ত মন্ডল, মানবেন্দ্র নাথ মন্ডল, এমএ আজিজুল হাকিম সহ অনেকে। উলে¬খ্য ১৪৮ টি পুজা মন্দিরে সরকারী অনুদান ৯ হাজার, এমপি আকতারুজ্জামান বাবু নিজস্ব সম্মানী ভাতা থেকে ১ হাজার ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী নিজস্ব তহবিল হতে ২ শত করে টাকা বিতরন করেন।