জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের বিশৃঙ্খলা নিয়ে হুঁশিয়ার করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি এরকম মঞ্চ দেখতে চাই না, যে মঞ্চে শৃঙ্খলা নেই। মঞ্চে এত নেতা আমার দরকার নেই। একটা মিটিংয়ে এতে বক্তারও দরকার নেই।’
বুধবার (১২ জুলাই) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শীর্ষক এ শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
শান্তি সমাবেশ শুরুর আগে দুপুর দেড়টার দিকে ওই মঞ্চের সামনে আওয়ামী লীগের দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। তখন মঞ্চ থেকে নেমে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন।
ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘একটা নিয়ম করে নেবেন, এ মিটিংয়ে এরা বক্তব্য দেবেন এবং এ মিটিংয়ে ওরা কথা বলবেন। সব নেতাকে সমাবেশে বক্তব্য দিতে হবে, আর সামনের লোক বিরক্ত হয়ে চলে যাবে, এটা হতে পারে না।’
শোকের মাস আগস্টে পোস্টারে ছবি প্রচারণার বিষয়ে তিনি বলেন, ‘আমি সব নেতাকর্মীকে বলবো, সামনে আগস্ট মাস। শোকের মাসে বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহেনা ছাড়া অন্য কারও ছবি দিয়ে নিজের ছবি প্রচার করবেন না। অনেকেই দেখা যায় ১০-১২টা ছবি দিয়ে নিজের ছবির প্রচারণা চালান। সবাইকে শৃঙ্খলার সঙ্গে চলতে হবে।’