
মোঃহাসানউল্লাহ: সাতক্ষীরায় তুফান কোম্পানী লি. এর দ্বিতীয় আউটলেট ‘লেক ভিউ ক্যাফে এন্ড বেকারী’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তুফান ডেন্টাল ক্লিনিক মার্কেটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে লেক ভিউ ক্যাফে এন্ড বেকারীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। উন্নত মানের নানা অভিজাত্যের খাবারের বিশ্বস্ততার নিশ্চয়তা নিয়ে দ্বিতীয় আউটলেটের যাত্রা শুরু করে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালনক তানজিম কালাম তমাল। দোয়া পরিচালনা করেন হাফেজ ইয়াছিন আলম খান। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।