স্পোর্টস ডেস্ক:
টি-টুয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ ১৩২ রানের জুটি ছিল বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে ঘরের মাঠে রেকর্ডটি গড়েছিলেন তামিম-রিয়াদ। সেটির দ্বারপ্রান্তে গিয়ে থামলেন লিটন দাস ও রনি তালুকদার। তার আগে ছোট ফরম্যাটে বাংলাদেশের ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন দুজনে।
টি-টুয়েন্টিতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নাঈম শেখ ও সৌম্য সরকারের ১০২ রানের ওপেনিং জুটির রেকর্ড ভেঙেছেন লিটন ও রনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১২৪ রানের ওপেনিং জুটি গড়েছেন তারা। রনি তালুকদার ২৩ বলে ৪৪ রান করে আউট হলে ভাঙে জুটি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ৩ ওভার কমিয়ে ১৭ ওভারে আনা হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও রনি।
পাওয়ার প্লের ৫ ওভাবে কোন উইকেট না হারিয়ে ৭৩ রান তুলে ফেলেন লিটন ও রনি। পথে লাল-সবুজের জার্সিতে টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ডানহাতি লিটন দাস, ১৮ বলে পূর্ণ করেন ফিফটি। বাংলাদেশ ঝড়ের গতিতে পেরিয়ে যায় শতরান।