
সাতনদী অনলাইন ডেস্ক: সাঁতার কাটতে নৌকা থেকে লাফ দিয়ে লাশ হলো আল ফারাহ শোয়েব নামে এক কলেজশিক্ষার্থী। ঘটনার ২৭ ঘণ্টা পর শুক্রবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।
নিহত শোয়েব যশোরের পুরাতন কসবা এলাকার পরিবহন সুপারভাইজার শাহিন হোসেনের ছেলে। সে যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার যশোর সরকারি সিটি কলেজ থেকে একদল শিক্ষার্থী রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ের পশ্চিমপাড়ে পিকনিকে যায়। এর মধ্যে শোয়েবসহ তন্ময় ও রিফাত হাসান সাঁতার কাটতে বাঁওড়ে লাফিয়ে পড়ে। বাঁওড় থেকে দুজন তীরে উঠলেও শোয়েব নিখোঁজ হয়।
মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, শোয়েব যেখানে লাফিয়ে পড়েছিল সেখান থেকে ১২০ হাত উত্তরে তার মরদেহ পাওয়া গেছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, শোয়েবের মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।