আব্দুর রশিদ:
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মৎসজীবীলীগের কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) লাবসা মথুরাপুর মোড়ে সন্ধ্যা ৭টায় আয়োজিত এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়। গোলাম মোস্তফাকে আহবায়ক এবং আজহারুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট লাবসা ইউনিয়ন মৎসজীবীলীগের কমিটি অনুমোদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাতক্ষীরা সদর উপজেলা মৎসজীবীলীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম, সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ম আহবায়ক আলিফ হোসেন, সদস্য ফারুক হোসেন, আমজাদ হোসেন, শেখ সুমন, মোঃ সবুজ, মো: জিয়াউর রহমান, মো: কামাল হোসেন প্রমুখ।