নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ জুলাই ল’ স্টুডেন্টস্ ফোরামের ২০২৩-২০২৪ মেয়াদের সাধারণ নির্বাচনকে ফরমায়েশী আখ্যা দিয়ে তা স্থগিতের দাবীতে সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ ও ল’ স্টুডেন্টস্ ফোরামের প্রধান উপদেষ্টা এ্যাডঃ এসএম হয়দারের কাছে লিখিত আবেদন করেছেন আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী রুবেল হোসেন। রবিবার (২৭ আগস্ট) সকালে অধ্যক্ষ এসএম হায়দারের সাথে দেখা করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে উক্ত দরখাস্ত দেন তিনি।
ঘটনার বিবরণে জানা যায়, বিগত ২০১৫ সালে ল’ স্টুডেন্টস্ ফোরাম গঠিত হয়। সেসময় সভাপতি হিসাবে নাজমুল হক ও সাধারণ সম্পাদক হিসাবে কাজী শাহাব উদ্দীন সাজু দায়িত্ব লাভ করেন। সেখান থেকে তারা বিগত নির্বাচন গুলোতে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে নির্বাচনকে প্রভাবিত করে তাদের মনোনীত প্রার্থীদের বিজয়ী করান। এভাবে সাতক্ষীরা ল’ কলেজে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে চলেছে তারা।
অধ্যক্ষ বরাবর প্রদানকৃত আবেদন পত্রে রুবেল হোসেন উল্লেখ করেন, কাজী শাহাব উদ্দীন সাজুকে প্রধান নির্বাচন কমিশনার করে ল’ স্টুডেন্টস্ ফোরাম নির্বাচনের যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সে নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় গঠন করা হয়েছে তা সাধারণ শিক্ষার্থীদের কাছে বলা হয় নি। উক্ত নির্বাচন কমিশন সুনির্দিষ্ট প্রার্থীর পক্ষ নিয়ে প্রকাশ্যে ও গোপনে কাজ করছে উল্লেখ করে লিখিত আবেদনে তিনি বলেন, গত ২১ আগস্ট ল’ স্টুডেন্টস্ ফোরামের সদস্য হিসাবে আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর গঠনতন্ত্র চেয়ে লিখিত আবেদন করি এবং ল’ স্টুডেন্টস্ ফোরামের আরেক সদস্য আতিক হাসান পলাশ ত্রুটিপূর্ণ ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানিয়ে পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ভোটার তালিকা প্রকাশের দাবী জনালে নির্বাচন কমিশন আমাদের কারো আবেদনের কোন উত্তর দেন নি। আসন্ন এই নির্বাচনে স্বাধীনতা বিরোধী ছাত্র শিবির ও ছাত্রদলের একাধিক সক্রিয় কর্মী প্রার্থী হয়েছে যাদেরকে সিন্ডিকেট সমর্থন দিচ্ছে বলে অভিযোগ। এ ছাড়া গত শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাব উদ্দীন ও নির্বাচন কমিশনার নাজমুল হক তিন জন প্রার্থীকে নিয়ে ইটাগাছা এলাকায় গণসংযোগ করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাব উদ্দীন, নির্বাচন কমিশনার নাজমুল হক ও জান্নাতুন নাহার পূর্বের নির্বাচনেও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। কিন্তু সেসব নির্বাচনে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। সার্বিক কর্মকান্ডে তাদেরকে বিতর্কিত আখ্যা দিয়ে দরখাস্তকারী রুবেল হোসেন আগামী ৯ সেপ্টেম্বরের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন ভেঙে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, গঠনতন্ত্র প্রণয়ন, ও বহিরাগতদের বাদ দিয়ে নিয়মিত ছাত্রদের নিয়ে ভোটার তালিকা প্রকাশ ও স্বাধীনতা বিরোধীদের হস্তক্ষেপ বন্ধের জন্য অধ্যক্ষ এসএম হায়দার বরাবর লিখিত আবেদন করেন।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ ও ল’ স্টুডেন্টস্ ফোরামের প্রধান উপদেষ্টা এ্যাডঃ এসএম হায়দারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।