
নিজস্ব প্রতিবেদক: মাদক বিকিকিনি করার সময় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ৬১০ পিচ ইয়বা ও ১ কেজি গাঁজা সহ ৪ যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো পাটকেলঘাটা তৈলকুপী গ্রামের আনসার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম (৩২), যশোর জেলার ঝিকরগাছা থানার বাকড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে ইদ্রিস আলী এবং একই জেলার শার্শা থানার বৃত্তিবাড়িপোতা গ্রামের মতলেব হোসেনর ছেলে বিপ্লব হোসেন (২৫) ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে রাজু হোসেন (২১)। তাদের বিরুদ্ধে ১৪ সেপ্টম্বর সাতক্ষীরার পাটকেলঘাটা ও কলারোয়া এবং যশোরের শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, মাদক বেচাকেনার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ক্যাম্পের র্যাব-৬ এর সদস্যরা সোমবার রাত ১০ টার দিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার বাইগুনি এলাকা থেকে কামরুল ইসলাম নামে এক যুবককে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৯০ পিচ ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করে। অপর দিকে কলারোয়া সীমান্তের শাকদাহ মতলব মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে ১৩০ পিচ ইয়াবাসহ ইদ্রিস আলীকে হাতে নাতে আটক করে। তার নিকট থেকে জদ্ব করা হয় ১৮০০ টাকা। অপর দিকে যশোর জেলার শার্শা থানার নাভারন পূর্বালী মার্কেটের সামনে থেকে ২৯০ পিচ ইয়াবাসহ বিপ্লব হোসেন ও রাজুকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মটোরসাইকেলটি জদ্ব করা হয়। আসামী প্রতেককে মাদক মামলায় সংশিলিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।