
খেলাধূলা ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পারিবারিক কারণে দলের সঙ্গে থাকছেন না রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে কোহলিদের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ঘরের মাঠে এরই মধ্যে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে ভারত। মাত্র তিন দিনেই নাগপুরের পর দিল্লিতেও অজিরা কুপোকাত হয়েছে। তাতে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে স্বাগতিকরা ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। আর এক ম্যাচ জিতলে বা ড্র করলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে তাদের। এরই মধ্যে সিরিজের বাকি থাকা দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।
একই সঙ্গে ঘোষণা করা হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের ওয়ানডে স্কোয়াডও। যেখানে ১০ বছর পর দলে ফিরেছেন পেসার জয়দেব উনাদকাট। তবে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসনের। এ ছাড়া চোট কাটিয়ে না ওঠায় ফেরা হয়নি পেসার জাসপ্রিত বুমরাহর।
আগামী ১৭ মার্চ মাঠে গড়াবে ৫০ ওভারের প্রথম ম্যাচটি। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২২ মার্চ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।
তৃতীয় ও চতুর্থ টেস্টের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত, ইশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।