বিনোদন ডেস্ক :
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। কিছুদিন আগে পাঙ্গুনি উথিরাম উৎসব উপলক্ষে তামিলনাড়ুর কুম্বাকনাম মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী ও তার পরিচালক স্বামী ভিগনেশ। অন্য সময়ের মতো খুব স্বাভাবিকভাবেই এই তারকা দম্পতিকে ঘিরে ভিড় জমে যায় মন্দিরে। অনেকেই নয়নতারা ও ভিগনেশকে দেখে ছবি তুলতে উৎসাহিত হয়ে পড়েন। এই ছবি তোলাকে ঘিরে মেজাজ হারিয়ে এক ভক্তের ফোন ভাঙার হুমকি দেন অভিনেত্রী। নেট দুনিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওতে দেখা গেছে, নয়নতারা ও তাঁর নিরাপত্তারক্ষীরা ভক্তদের মন্দিরের মধ্যে ফোন না বের করার এবং ছবি না তোলার অনুরোধ করেন। তবে অনেকেই সেকথা না শুনে ছবি তুলতে থাকেন। এতে রেগে গিয়ে নয়নতারা বলেন, ‘এরপরেও যদি ছবি তোলো, আমি কিন্তু তোমার ফোন ভেঙে দেব।
এমন ভিডিও দেখে অনেকেই অভিনেত্রীর রূঢ় আচরণের নিন্দা করেছেন। কেউ লিখেছেন, ‘লোকজনের কি কোনও সম্মান বোধ নেই, কেন ওদের পিছনে ভিখারির মতো ছুটে বেড়ান, পাত্তা কম দিন, দেখুন ওরা কী করেন!’ আবার কেউ কেউ লিখেছেন,‘কেন তাদের এত বেশি গুরুত্ব দেওয়া হয় বুঝি না!’ কেউ আবার বলেছেন, ‘এটা কেমন ধরনের ব্যবহার!’
শুধু তাই নয়, ওই দিন মন্দিরের বাইরে বের হয়ে ছবি তোলার সময় এক কিশোরী নয়নতারাকে ছবি তোলার জন্য স্পর্শ করলেও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়