বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম খান সজিব ঈগল প্রতীকের জনসভায় বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা কখনো কোন ভাবে বলেননি মহাজোটে ভোট দিন। বীর মুক্তিযোদ্ধা, তার বয়স হয়ে গেছে। তার মধ্যে আগ্রহ আছে, সে দেশকে গড়ে তুলতে চায়। বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ করেছে, দেশ গঠনে নিজেকে নিয়োজিত করেছে। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গত ১০ বছর ধরে হাল ধরে দেশকে একটা জয়াগায় নিয়ে এসছেন। নির্বাচনী কৌশলের কারণে সাতক্ষীরাতে একটি আসন ছেড়ে দিতে হয়েছে। এরও একটা কারণ আছে। আজ দেশ গঠনে আমাদের সৎ ও যোগ্য লোক প্রয়োজন যারা দেশকে ভালোবাসে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমরা যারা যোগ্য, জনপ্রিয় তা প্রমান করে ভোট নিয়ে সংসদে আসো। সেই আহবানকে গ্রহণ করে মীর মোস্তাক আহমেদ রবি আজকে দাড়িয়ে আছে ঈগল প্রতীক নিয়ে। নৌকা নাই তাই নৌকার মাঝি নৌকার লোক মীর মোস্তাক আহমেদ রবি। কতিপয় ব্যাক্তি যার অতিউৎসাহে ব্যাক্তিগত স্বার্থ বা দ্বন্দ্বের কারণে রবি ভাইর বিরোধীতা করছেন নৌকার বিপক্ষে লাঙ্গলে ভোট চাইছেন তাদের কাছে বিনিত অনুরোধ আমরা দায়িত্ব প্রাপ্ত নেতাদের সাথে আলোচনা করে এসেছি। তারা আমাকে বলেছেন যেখানে নৌকা নাই সেখানে নৌকার স্বতন্ত্রের পক্ষে কাজ করতে হবে।’
যেখানে নৌকা নাই সেখানে নৌকার স্বতন্ত্রের পক্ষে কাজ করতে হবে- নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ওয়াহিদুল ইসলাম খান সজিব
পূর্ববর্তী পোস্ট