প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক স্থানীয় সরকার, স্বাস্থ্য, কমিউনিটি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে ফিংড়ী ইউনিয়নের শিমুল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বালিথা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার, চন্দ্রশেখর হালদার, ইয়ূথ ফেলো সাকিব হোসেন ও যুব সদস্যবৃন্দ।