প্রেস বিজ্ঞপ্তি: যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোতালেব গত বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় বারীনগর বাজারে ইন্তেকাল করেছেন (ইন্না ———রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৫২বছর। তিনি হৈবতপুর ইউনিয়নের ললিতাদহ গ্রামের মৃত কেফায়েতুল্লা মিয়ার ছেলে। এদিকে যুবলীগ নেতা মোতালেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহারুল ইসলাম, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, জেলা মৎস্যজীবী লীগ নেতা শাহীদ ইমরান সবুজ, হৈবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল হাসান মিন্টু, বারীনগর বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যুবলীগ নেতার মৃত্যুতে মৎস্যজীবি লীগের শোক
পূর্ববর্তী পোস্ট