আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ডের যানজট নিরসনে দ্বিতীয় দফায় নির্দেশনা প্রদান করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌকস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী। রবিবার (৮ অক্টোবর) দুপুরে যানজট নিরসনে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিততে তিনি অতি ব্যস্ততম সড়কের উপরে বাস, মিনিবাস ও ট্রাকসহ যানবাহন না রাখা, স্ট্যান্ডের শৃঙ্খলা সমুন্নত রাখা, যাত্রী হয়রানী না করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময়ে কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সড়কে যানজট নিরসনে ৫ দিনের সময় চেয়েছেন ভ্রাম্যমান আদালতের নিকট। যেহেতু কালিগঞ্জ বাসস্ট্যান্ডের যায়গা প্রয়োজনের তুলনায় কম, আবার মূলস্ট্যান্ডে কাদামাটি থাকায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের। এ সময়ে থানা পুলিশ, সাংবাদিক, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যানজট নিরসনে কালিগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা
পূর্ববর্তী পোস্ট