
প্রেস বিজ্ঞপ্তি: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যশোর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া বাওড় সংলগ্ন এলাকায় মৎস্য জীবী, মাছচাষী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক, হাতধোয়া সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য জীবী লীগ নেতা সেলিম রেজা বাদশা, শহিদুল ইসলাম, শাহিদ ইমরান সবুজ, ফারুক হোসেন, সুমন রায়হান, আবুল বাশার, মোকলেছুর রহমান,অতিস কুন্ডু,মাসুদ হোসেন, নজরুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ।মাস্ক বিতরণ শেষে উপস্হিত মৎস্য জীবীদের উদ্দেশ্য যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মো আবু তোহা বলেন, বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে নিজেরা যদি সতর্ক না হয় তাহলে এই অবস্থা আরও শোচনীয় আকার ধারণ করবে সেকারণে সকল কে কাজের সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।