রুবেল হোসেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শামছুজ্জামান সেলিম এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর), বিকাল ৪ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটর আয়োজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় কমরেড শামছুজ্জামান সেলিম এর সংগ্রাম মুখর জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এ রশিদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, টিইসির জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, টিইউসি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মনোরঞ্জন বর্মন, সাবেক ক্ষেত মজুর নেতা খন্দকার আজিজুল হক মনি, সিপিবি জেলা সদস্য মফিজুর রহমান নান্নু, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান ভিটু, নারী নেত্রী সোমা রায়।
কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত দেশ গড়েই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে । শামছুজ্জামানের পথ ধরে আমাদের এগুতে হবে। বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিম বাংলাদেশকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়তে চেয়েূছিলেন। তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্ম কে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজীবন বিপ্লবী কমরেড শামছুজ্জামান সেলিম গত ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী পোস্ট