
জাতীয় ডেস্ক:
নাশকতা মামলায় বাগেরহাটের মোংলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে মোংলা পৌরসভা ও মিঠাখালি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে এসব নেতাকর্মীকে পুরনো একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপির কর্মী শেখ শফিকুল ইসলাম, শেখ জিয়াউর রহমান ও উপজেলার জামায়াত নেতা ওমর ফারুক, লুৎফর আমিন এবং মুজাহিদ শেখ।
গ্রেফতারের বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, হয়রানি করতে মিথ্যা নাশকতার মামলা সাজিয়ে বিএনপির ৩ নেতাকর্মীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে সাজানো মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রবিবার রাতে মোংলা পৌরসভা ও মিঠাখালি ইউনিয়ন থেকে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুরনো একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এতদিন তারা পলাতক ছিলেন।