সাতনদী ডেস্ক: সাতক্ষীরায় মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রেবেকা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবীর হোসেন মিলন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. রেজাউল করিম, তুজলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র ঘোষাল প্রমুখ। এলজিএসপি-৩ উন্নয়ন সহায়তা তহবিল হতে প্রদত্ত ৩ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন মেধাবী ছাত্রীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।
মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
পূর্ববর্তী পোস্ট