
অনলাইন ডেস্ক:
ক্যান্সারের সঙ্গে লড়াই ছিলই, কিন্তু এভাবে হঠাৎ চলে যাবেন ঋষি কাপুর কেউই কল্পনা করতে পারেননি। তাই তো এই আকস্মিক ঘটনায় সকলেই স্তম্ভিত।
রণবীরের সঙ্গে আলিয়ার প্রেম চলছে প্রায় বছর দু’য়েক। রণবীরের বাবা ও মায়ের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভাল। সবকিছু থাকলে এই বছরের শেষে তাদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। কিন্তু তার মধ্যেই ছন্দপতন।
শেষযাত্রায় কাপুর পরিবারের সঙ্গে ছিলেন আলিয়া। ছিলেন রণবীরের পাশে৷ স্বামীর মৃত্যুতে নীতু যখন কেঁদে ভাসাচ্ছেন, তখন আলিয়া পাশে দাঁড়িয়েছেন তাঁর।
ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন আলিয়া। তিনি লিখেছেন যে পরিবারের একজন হিসেবে আলিয়াকে মেনে নেওয়া এবং ঋষির যে ভালবাসা তিনি পেয়েছেন, তার জন্য চিরকৃতজ্ঞ।
ঋষি কাপুরের মৃত্যুর পর পুরনো বেশ কিছু ছবি পোস্ট করেছেন আলিয়া, যার মধ্যে যৌবনের ঋষির কোলে ছোট্ট রণবীরে ছবিটি খুবই মিষ্টি। এই ছবির ক্যাপশন তিনি দিয়েছেন বিউটিফুল বয়েজ।
পূর্বপশ্চিমবিডি