
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনা মোতাবেক আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরণ ও দলের গতি সঞ্চয় করার জন্য ০৬ই মার্চ-২০২০ এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ মহানগর,জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সমাপ্ত করতে হবে। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের মধ্য চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্তরে চলছে তুমুল আলোচনা।কে হচ্ছেন মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক একই ব্যক্তি দুটি পদে বহাল থাকতে পারবেন না। সেকারণে ইতিমধ্যে মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসীম মৃধা তার সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির পদটি ধরে রেখেছে। খুব শীঘ্রই মুন্সীগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের দিনক্ষণ ঘোষনা করা হবে। এরই মধ্যে আলোচনায় এসেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সেক্রেটারী কে হচ্ছেন? সর্বস্তরে গুঞ্জন চলছে মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ মোড়ল সভাপতি হতে পারে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক হতে পারে। এ নিয়ে সকলের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক গাজী জানান, আব্দুল মাজেদ মোড়ল সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক হতে পারেন এমন আশংঙ্খা আমাদের কাছে আছে। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনছুর আলী ও ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ একই কথা ব্যক্ত করেছেন। তবে বিশ্বস্থ সুত্রে জানিয়েছে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলন প্রায়ই ভোট ছাড়া সমঝোতার ভিত্তিতে হয়েছে। সেকারণে, মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন ও উপজেলা, জেলা নেতৃবৃন্দের সমঝোতার মাধ্যমে হতে পারে। সেক্ষেত্রেও আব্দুল মাজেদ মোড়ল ও সিরাজুল ইসলাম একধাপ এগিয়ে রয়েছে। ০৯নং ওয়ার্ডের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম জানান, আব্দুল মাজেদ মোড়ল ও সিরাজুল ইসলামের নাম আলোচনায় ছাড়া অন্য কাউকে সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করার খবর এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, আব্দুল মাজেদ মোড়ল শিক্ষা জীবনের পর থেকে অদ্যাবধি পর্যন্ত ৩৬বছর মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। সিরাজুল ইসলাম ১৯৯৫সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সক্রিয় ভাবে জড়িত থেকে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে দলকে গতিশীল করার জন্য বলিষ্ঠ দায়িত্ব পালন করেছে। যার জন্য সকলের কাছে পরিচিত।