
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার হরিনগর বাজারে সুন্দরবন রক্তদান সংস্থার উদ্যোগে ফ্রি রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। “আমরা করব রক্ত দান বাজবে দেশের হাজার প্রাণ” ¯স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু করে বেলা১২টা পর্যন্ত সুন্দরবন রক্তদান সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।এদিন ৭০’জনের রক্তের গ্রæপ নির্ণয় করা হয়।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল। প্রধান অতিথি ছিনে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি।
এ সময়কে এম হাবিবুর রহমান ও আবু রায়হান সহ সুন্দরবন রক্তদান সংস্থার আরো অনেকে উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেনকে এম হাবিবুর রহমান ও আবু রায়হান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন রক্তদান সংস্থার সভাপতি হাফিজুর রহমান।