
ভ্রাম্যমাণ প্রতিবেদক: শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গণসচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ( সিপিপি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনের্ মঙ্গলবার সকাল দশটায় মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সি পি পি ইউনিয়ন সভাপতি জগদিশ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সি পি পির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান মুকুল। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সি পি পির সদস্য, ইয়াসিন কাগজী, দীপক মৃধা, ফরিদ হোসেন, দুর্গাপদ, মৃনাল মন্ডল, মামুন গাজি, তারিকুল ইসলাম, ব্রজেন মন্ডল, গৌতম মন্ডল সহ সি পি পির সকল স্বেচ্ছাসেবক বৃন্দ।