
আশাশুনি প্রতিবেদক: জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, যুগ্ম সম্পাদক আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন ও আব্দুস সামাদ বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, উপজেলা দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল প্রমুখ।