
প্রেস বিজ্ঞপ্তি: “মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ভারত মৈত্রী অটুট থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে ২৫ মার্চ ২০২১ গণহত্যা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় সাতক্ষীরা সচেতন নাগরিক কমিটির আহবায়ক ও সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে এবং সচেতন কমিটির সদস্য সচিব এড. আল মাহমুদ পলাশের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এড. ওসমান গণি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সুবোধ চক্রবতী, সভাপতি, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, দীপালোক একাডেমির এড. অরুণ ব্যানার্জী, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বাসদ সংগঠক এড. খগেন্দ্রনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, পেশাজীবী পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক আহসান হাবিব, হোমিওপ্যাথী প্রাতিষ্ঠানিক শাখার সভাপতি ডা. আব্দুর রহমান হাবিব, প্রভাষক কিংকর মন্ডল, নজরুল ইসলাম, কেয়ামউদ্দীন গাজী, মনোরঞ্জন বন্দোপাধ্যয়, এড. পংকজ সরকার, এড. সুনীল, শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরায় ১১টি বদ্ধ ভূমি সংরক্ষণ করতে হবে এবং সংস্কারের জোর দাবি জানানো হয়। এছাড়া স্বাধীনতার স্বপক্ষে দেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহ্বান জানানো হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগর যশোরেশ্বরী মন্দিরে আগমন উপলক্ষ্যে উপস্থিত সকলের আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এছাড়া সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যার বিচার করতে ও শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানানো হয়।। অনুষ্ঠান শেষে সারা দেশের ন্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।