
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলা নুরনগর ইউনিয়নে হরিপুর গ্রামে জমিজায়গা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের দ্বারা একের পর এক হয়রানী শিক্ষার হচ্ছে জামায়াত নেতা আব্দুল আজিজ গাইন — এমন অভিযোগ করে পুত্র মোঃ আবু বক্কার উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বৃহস্পতিবার (৭আগস্ট) বেলা ১১ টায় তার পুত্র প্রতিকার চেয়ে। এ সময় সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন,প্রতিবেশী জি এম আদম শফিউল্লাহ এর সাথে ২৩ শতক জমি নিয়ে বিরোধ হয়,আদম শফিউল্লাহ আওয়ামীলীগের তরুনলীগের ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক থাকার সুবাদের দীর্ঘদিন ধরে আমার পিতা সহ আমাদের উপর নির্যাতন সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসে,গত ৫ আগষ্টের পর তার ছেলে ফারাবিয়া সম্নয়ক পরিচয় বহন করে আমার পিতার নামে ২৫ নং আসামী করে মিরপুর মডেল থানায় ০২/০৬/২৫ তারিখে ৬ নং মামলা দায়ের করে,যার জি আর নং- ২৯১/২০২৫। উক্ত মামলায় শ্যামনগর থানা পুলিশ আমার পিতা কে গ্রেপ্তার পুর্বক ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরন করে।আমি আবু বক্কার আমার পিতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।