সাতনদী অনলাইন ডেস্ক: ‘অন্যায় বা ভুল করলে পুলিশ বিভাগের যে কারও বিরুদ্ধে রিপোর্ট করবেন। কিন্তু মিথ্যা কথা লিখবেন না। বানিয়ে লিখবেন না।’ গতকাল দুপুরে পুলিশ সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, সাংবাদিকতায় এখন অনেক চৌকস মেধাবীরা আসছেন। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। পুলিশ বিভাগেও স্বচ্ছতা জবাবদিহিতা ফিরিয়ে আনা হয়েছে। আমাদের ভালো কাজ মিডিয়ার মাধ্যমে জনগণ যেন জানতে পারে সেদিকে নজর দিতে হবে। অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মিজান মালিকের নেতৃত্বে কমিটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, সাংবাদিকদের সঙ্গে পুলিশের প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে। মেইনস্ট্রিম মিডিয়ায় জবাবদিহিতা রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনো জবাবদিহিতা নেই। এই মিডিয়া থেকে গুজব ছড়ানো হচ্ছে। এটা একটা বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করতে হবে। তিনি বলেন, একসময় ঢাকায় ১৬৫টি ছিনতাই স্পট ছিল। বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেললাইনের দুই পাশে ছিল মাদকের হাট। এখন রাজধানীসহ সারা দেশে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড অনেকটাই কমে এসেছে। আগে প্রতিদিন গুলি-ছিনতাইয়ের খবর পাওয়া যেত। এখন ডিএমপি কোথায় এসে দাঁড়িয়েছে। পুলিশ একসময় টেলিভিশন চ্যানেল দেখলে পালাত।
মিথ্যা কথা লিখবেন না; পুলিশ অন্যায় করলে লিখবেন
পূর্ববর্তী পোস্ট