সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ধুলিহরের যতনমালির মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়…(তথ্য বিবরণী)। সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ।
সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ আবু রায়হানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের ঋণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, কার্যকরি সদস্য রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর ইউসিসিএ’র নব নির্বাচিত চেয়ারম্যান স্বপন কুমার শীল, নেহালপুর হাইস্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ¦ মিজানুর রহমান চৌধুরিকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ধুলিহর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, আব্দুল ওয়াদুদ, সদস্যযথাক্রমে হরষিত সরকার, অনন্ত সরকার, হাজারী লাল, তারক নাথ, মহিদুল ইসলাম, আব্দুল গফফার, গৌতম সেন, সেলিনা খাতুন, ইব্রাহিম মোড়ল, মুজিবুর রহমান, মহাসীন, অসীত কুমার মন্ডল, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, মোকলেছুর, রবিউল, আছাফুর।