নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা” পরিবার মা হারা শিশুটির পাশে দাঁড়ালো। মঙ্গলবার (১৯শে মে) সকাল ১১টার সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শাহ কিছু মহৎ ব্যক্তিদের আর্থিক সহায়তায় শিশুটির দুই মাসের দুধ তার পরিবারের নিকট পৌছে দিয়েছে। শিশুটির পিতার সাথে কথা বলে জানা যায়, তার স্ত্রী সন্তান প্রসবের সময় হাসপাতালেই মারা যায়। তখন থেকেই ছেলেটাকে নিয়ে স্ত্রীকে হারানোর শোকে দুর্বিষহ জীবন যাপন করছেন। তার বাচ্চার জন্য প্রতি মাসে ৪০০০ (চার হাজার) টাকার দুধ কিনতে হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার কাজ বন্ধ থাকায় বাচ্চার দুধ কিনতে কষ্ট হয়ে যাচ্ছে। বিষয়টি সেচ্ছাসেবী সংগঠন ‘অনির্বাণ ইয়াং ক্লাব সাতক্ষীরা’র নজরে আসলে সংগঠনের মাধ্যমে বাচ্চাটির জন্য দেড় মাসের দুধ পৌছে দেওয়া হয়।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ শাহ বলেন, শিশুটির মা তার জন্মের সময় মারা যায়। তারপর থেকেই দুধ কিনে খাওয়াতে হচ্ছে। কিন্তু তার পিতার বর্তমানে কাজ বন্ধ থাকায় সেটি কষ্টকর হয়ে যাচ্ছে। এটা যখন আমরা জানতে পারি তখন বাচ্চাটির একটা ছবি নিয়ে ফেসবুকে আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করি। সেটি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বাংলাদেশ ছাত্র অধিকার সংসদ এর আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ভাই সহ অনেকেই আমাদের নিকট টাকা পাঠিয়েছেন। সেই টাকা দিয়ে আমরা শিশুটির জন্য দেড় মাসের দুধ কিনে দিতে পেরেছি। রাশেদ ভাই সহ বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রতি যারা শিশুটির জন্য আর্থিক সহায়তা করেছেন। তিনি সংগঠনের পক্ষ থেকে মা হারা শিশুটির পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এই ধরনের মা হারা শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।