
আশাশুনি প্রতিবেদক: দেশব্যাপী করোনা ভাইরাসের ২য় ঢেউ উদ্বেগের সৃষ্টি করে ছড়িয়ে পড়ায় নিজেদেরকে রক্ষার জন্য সচেতন ও প্রয়োজনীয় কার্যক্রম করার তাগিদ দেখাগেছে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা নতুন মৎস্য সেটে। সেট কর্তৃপক্ষ ভাইরাস প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অংশ হিসাবে শুক্রবার (৯এপ্রিল) মাস্ক বিতরণ ও সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করেন।
মৎস্য সেটের কাটায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় কাজ পরিচালনা করা হয়ে থাকলেও করোনার কারণে ও সরকরি বিধি নিষেধের প্রতি শ্রদ্ধা রেখে সমাগম কমিয়ে আনা হয়েছে। মৎস্য সেট মালিক জুলফিকর আলী আলফা, সেট পরিচালনা কমিটির সভাপতি এলাহি বক্স সানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান নেতৃত্বে কমিটির সদস্য ও কাটা মালিক শফিকুল ইসলাম সরদার, মোস্তফা সরদার, মেম্বর ইয়াছিন আলী প্রমুখে উপস্থিতিতে সেট এলাকার করোনা বিস্তার রোধে কার্যকর করে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এদিন সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে চলা, নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান পাট বন্ধ রাখা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, পাশাপাশি ও কাছাকাছি অবস্থান গ্রহন না করার জন্য সনেচতন করা হয়। সাথে সাথে কেউ সরকারি বিধি নিষেধ অমান্য করছে কিনা সে ব্যাপারে নজরদারী করা হয়। সেটে আগতদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক প্রদান ও মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। প্রত্যেক কাটায় সাবান পানি, হ্যান্ড স্যানিটাজার ও স্যাভলন রেখে সকলকে ব্যবহারে বাধ্য করা হচ্ছে।