
বিশেষ প্রতিবেদক:
মাস্ক না পরার অপরাধে সদরের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাবুকে পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেলে নিউমার্কেট মোড়ে তাকে জরিমানা করা হয়।
জানাগেছে, কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। মাস্ক পকেটে রেখে দেদারসে ঘুড়ে বেড়াচ্ছিলেন তিনি। এসময় শহরের নিউমার্কেট মোড়ে ভ্রাম্যমান আদালতের কর্তব্যরত একজন ম্যাজিস্ট্রেট তার গতিরোধ করে মুখে মাস্ক না পরার কারণ জানতে চান। তখন শফিকুল ইসলাম বাবু নিজেকে কাউন্সিলর বলে পরিচয় দিলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক তার মোটরসাইকেলের উপরে কাগজ রেখেই ৫’শ টাকা জরিমানা করে কাউন্সিলর বাবুর হাতে কাগজ ধরিয়ে দেন।
এরপর কাউন্সিলর বাবু নিজের দোষ স্বীকার করে নেয় এবং পরবর্তীতে মাস্কবিহীন রাস্তায় বের না হওয়ার অঙ্গীকার করে।
আলহুসাইন অমি
০১৬১১ ৮৪৪৬৬৬