আব্দুর রহমান: জমকালো আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। আলোচনা সভার আগে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আয়োজক কমিটি জানান, এবারের শিল্প ও বাণিজ্য মেলা হবে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ। মেলায় থাকবে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে। মেলা প্রাঙ্গণে থাকছে শিশুদের জন্য বিভিন্ন ইভেন্টের খেলনা ও পানির ফোয়ারা। এছাড়াও রয়েছে দেশী বিদেশী পণ্য সামগ্রী। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উর্দ্ধতন সহ সভাপতি ইনছান বাহার বুলবুল, পরিচালক মনিরুল ইসলাম মিনি, শেখ আবুল বাসার, সৈয়দ শাহিনুর আলী, কামরুজ্জামান মুকুল, গোলাম আজম, দ্বীনবন্ধু, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাংবাদিক কামরুল ইসলাম, আব্দুর রহমান, মাসুদ আলী, ফিরোজ হোসেন, শেখ কামরুল ইসলাম, আবু সাঈদ, শাহাজান আলী, জনি প্রমুখ। মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করছেন বেনারসি ইভেন্ট ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এবারের মেলায় ৭২ টি স্টল স্থান পেয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।
মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট