
আন্তর্জাতিক ডেস্ক:
এক মার্কিন সাংবাদিককে রাশিয়া গ্রেফতার করার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়ায় অবস্থানরত সব নাগরিককে ‘অবিলম্বে’ সে দেশ ছাড়তে অনুরোধ জানিয়েছেন।
তবে ক্রেমলিন বলছে, সমস্ত ‘স্বীকৃত’ বিদেশি সাংবাদিকরা রাশিয়ায় কাজ চালিয়ে যেতে পারবে।
দেশটির এফএসবি নিরাপত্তা পরিষেবা গুপ্তচরবৃত্তির অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের একজন সাংবাদিককে গ্রেফতারের একদিন পর ক্রেমলিন এই তথ্য জানাল। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ সাংবাদিকতার ‘আড়ালে’ গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের পর আমেরিকান সাংবাদিককে রাশিয়া কর্তৃক গ্রেফতারের এটাই প্রথম ঘটনা।
এদিকে ইভানকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আগামী ২৯ মে পর্যন্ত কারাগারে রাখার আদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সম্প্রতি ইভান ওয়াল স্ট্রিট জার্নালে রাশিয়ার ক্ষয়িষ্ণু অর্থনীতি ও সামরিক ব্যয় নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন।