নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্পের উপকারভোগীদের সাথে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার-রবিবার (১০-১১ জুন) সাতক্ষীরাস্থ অগ্রগতি রিসোর্ট এর কনফারেন্স রুমে আর্ন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজনে করে। প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে জেলার বিভিন্ন কর্ম এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ ২৫ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। প্রকল্পটি মানব পাচার থেকে ফেরত ও ক্ষতিগ্রস্থ হওয়া নারী ও পুরুষদেরকে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন আইনী সহায়তা প্রদান ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ২দিন ব্যাপী উপকারভোগীদের সাথে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণে জীবন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত, অর্থ বিষয়ক শিক্ষা ও খরচ ব্যবস্থাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যাহাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্থ হয়ে আসা মানুষদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়। অতিথি হিসেবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন আইওএম বালাদেশ এর প্রতিনিধি অমল বিশ^াস ও রিপন চক্রবর্তী। প্রশিক্ষণে সহায়ক ছিলেন প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম, দেবুদেব্রত ঢালী, শামীম রেজা, আইওএম প্রজেক্ট, রাইটস যশোর। এসময় উপস্থিত ছিলেন রাইটস যশোর এর ডিরেক্টর প্রোগ্রাম প্রদীপ দত্ত, প্রোগ্রাম অফিসার মো. ইমরুল শাহেদ, ডেস্ক অফিসার মো. আছের আলী প্রমুখ।
মানব পাচার প্রতিরোধে সমন্বিত প্রকল্প’র উপকারভোগীদের সাথে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট