
মণিরামপুর (যশোর) থেকে:
মানব পাচার প্রতিরোধে মণিরামপুরে সিটিসির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মিটিং অনুষ্ঠিত হয়। ব্র্যাকের আয়োজনে মিটিংয়ে ব্র্যাকের টেইনার আজিমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হেরমত আলী, সচিব আব্দুল আলিম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রাগ্রাম অর্গানাইজার মাহফুজা বেগম, ইউপি সদস্য হালিম, রফিকুল ইসলাম বুলু, মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম, জিনিয়া সুলতানা, রোমেনা বেগম, রওশনারা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে, মতবিনিময় সভা শেষে ব্র্যাকের আয়োজনে ও পল্লী সমাজের উদ্যোগে সারাদেশে নারী ও শিশুর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে যশোর-সাতক্ষীরা মহাসড়ের চিনাটোলা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।