
সংবাদদাতা: বুধবার ( ১৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালত কনফারেন্স হল রুমে সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের মাধ্যমে মানব পাচারের শিকার সারভাইভারদের আইনী পরিসেবা সহজীকরণ ও সম্প্রসারণে আইন ও বিচার সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে জেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেশনে সভাপতি ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলীম আল রাজী। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক এস জি আজম। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, আশ্বাস প্রকল্পের মৌসুমি ফেরদৌস, আশ্বাস প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মিনহাজ শাহরিয়ার, আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর অসিত ব্যানার্জী প্রমুখ।