
প্রেস বিজ্ঞপ্তি: এক বছরের জন্য শ্যামনগর উপজেলা শাখার মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সমাজের অসহায়,অসুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সাতক্ষীরার কৃতি সন্তান, নাট্যনির্মাতা জি.এম সৈকত গঠন করেন একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন”। ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত স্বাক্ষরিত সাত সদস্য বিশিষ্ঠ উপজেলা শাখার অনুমোদন দেন। সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ পরমান্য, সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আঃ হান্নান, নির্বাহী সদস্য তাপস কুমার জোয়ারদার, মোঃ মহিবুল্লাহ, মোঃ জাহিদ আনোয়ার। ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত বলেন ইতিমধ্যে তিনটি বিভাগীয় শাখা, তেরটি জেলা শাখা ও বাইশটি উপজেলা শাখা কমিটি গঠন করে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। শ্যামনগরের গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে উপজেলা শাখা গঠন করা হলো। শ্যামনগর উপজেলা শাখা নবগঠিত কমিটির সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।