নড়াইল সংবাদদাতা:
অভিনব কায়দায় মাদক বহনকালে আমির হামজা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানাধীন পেড়লী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুল ইসলামের নেতৃত্বে এ এস আই নুর ইসলাম সঙ্গীও ফোর্স পেড়লী গ্রামের মহাসিন মোড় হতে পূর্ব থেকে পশ্চিমদিক গামী ফাজেল আহম্মেদ মোল্যা রোডে জিয়ারুলের মুদি দোকানের সামনে থেকে মোঃ আমীর হামজার(২৮) মিষ্টির প্যাকেটে থাকা অবস্থায় ২ লিটার চোলাই মদ উদ্ধার করে।
আটক আমির হামজা উপজেলার পেড়লী গ্রামের বাবলু শিকদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় একটি মামলা দায়ের করে আসামিকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম।