
বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন নিজেদের মধ্যে আত্মকলোহ সৃষ্টি হতে পারে। শত্রু বাহিনী যে কোনো সময় আক্রমন করতে পারে। সেজন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এরা সুযোগ পেলেই ওরে কাজ ওরা করার চেষ্টা করবে আর পুলিশের দায়িত্ব হল সজাগ থেকে শক্ত হাতে অপরাধ দমন করা। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন কালে এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস জুয়া ইভটিজিংসহ নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এদের কেউ সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে এরা দেশ ও জাতির শত্রু এদের কোনো দল নেই, ভাই নেই, বন্ধু নেই। এরা কোনো দলের হতে পারেনা। কারোর ভাই বা বন্ধুও হতে পারে না। এর শুধুই সমাজের ঘৃনিত ব্যক্তি। জেলা পুলিশের কল্যানে যা কিছু করা দরকার তা করা হবে। কিন্তু মাদক জুয়া ও চাঁদাবাজীর মত জঘন্য ঘটনার সাথে সম্পৃক্ততা থাকলে সে পুলিশ সদস্য হোক আর যে হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একজন অপরাধী ও যদি বাদ যাই তাহলে কোনো নিরপারধী মানুষ যেন হয়রানীর স্বীকার না হয়। পুলিশ জনগনের বন্ধু। জনগনের সমস্যা শোনা মাত্রই যত দ্রুত হোক সেখানে পৌছাতে হবে। এটাই পুলিশের কাজ। অন্যায় অপরাধ দমনে ও জনগনের সেবায় পুলিশ সবসময় পাশে রয়েছে ও থাকবে। বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন রাখতে আমাদের যা যা করনীয় দরকার তা আমাদেরকে করতে হবে। খেয়াল রাখতে হবে কোনো ভাবেই বাংলাদেশ পুলিশের সুনাম নষ্ট না হয়। বুধবার দুপুর ১২টায় নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন শেষে তিনি থানা বিল্ডিংয়ে গমন করে জুনিয়র সেরেস্তাসহ গুরুতপূর্ন রেজিস্টার, অস্ত্রাগার, ব্যারাক, মেস প্রভৃতি পরিদর্শন করে থানার সার্বিক পরিবেশ ও কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন। শুভেচ্ছাবিনিময় কালে থানা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলি বলেন। তিনি আরো বলেন আমি জেলা পুলিশের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। জেলা পুলিশের সকল সুবিধা অসুবিধা আমি দেখব। আমার কাজ তোমাদের কল্যানে যেমন কাজ করা। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধ কর্মকান্ড দমনে সবসময় প্রস্তুত থাকা। যে কোনো পরিস্থিতিতে তোমরাও সবসময় প্রস্তুত থাকবে। আশাশুনি থানা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি, এডমিন এন্ড ফিনান্স সজিব আহমেদ খান, এডিশনাল এসপি(আলফা-৩) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আশাশুনি,দেবহাটা সার্কেল) জামিল চৌধুরী, নবাগত জেলা পুলিশ সুপার গাজী মনিরুজ্জামান আশাশুনি থানা চত্ত্বরে পৌছালে থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম এর নের্তৃত্বে ওসি তদন্ত জাহাঙ্গীর হোসাইন সহ থানা পুলিশের সদস্যবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এরপর অভিবাদন মঞ্চে দাড়িয়ে পুলিশে সালামী গ্রহন করেন এবং থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম এর পরিচালনায় প্যারেড প্রদর্শন করেন। পরে তিনি আশাশুনি থানা চতুরদিকে ঘুরে ঘুরে দেখেন। থানার সৌন্দর্য অবস্থান দেখে ও থানা পুলিশের শৃঙ্খলা সুন্দর হওয়ায় ভূহুসী প্রশংসা করেন। এরপর দুপুর ১ টার দিকে জেলা পুলিশ সুপারের সাথে আশাশুনি উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেস্বর দাশ থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে মত বিনিময় করেন।