স্পোর্টস ডেস্ক:
আগের ম্যাচেই পেশাদার ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন লিওনেল মেসি। এবার তিনি আরও একটি অর্জনের কাছাকাছি। আর্জেন্টিনার জার্সি গায়ে আর একটি গোলের দেখা পেলেই বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে শত গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি।
২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে লিওনেল মেসির। কারণ এ বছরেই যে তার হাতে উঠেছে বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ ট্রফি। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনা জিতেছে তাদের তৃতীয় শিরোপা। কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত মেসির ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ছিল একটি ফিফা বিশ্বকাপ ট্রফি। সে সোনার হরিণ যখন অবশেষে পেয়ে গেলেন; তখন মেসি জানালেন, ফুটবলের কাছে তার আর চাওয়ার কিছু নেই।
ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনমেবল-উয়েফা কাপ চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ, ক্লাব বিশ্বকাপসহ একাধিক ট্রফি যার নামের পাশে; তার আর কী চাই? ব্যক্তিগতভাবে সাত বার ব্যালন ডি’অর জেতা মেসিকে আগামীতে এ অর্জনে কেউ পেছনে ফেলতে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে যথেষ্ট সংশয়।
তবে একটা জায়গায় এখনো অপূর্ণ রয়ে গেছেন মেসি। বিশ্বকাপ জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেরার বিতর্ক শেষ হলেও আন্তর্জাতিক গোলসংখ্যায় পর্তুগিজ তারকার চেয়ে পিছিয়ে আছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২২ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো শীর্ষে থাকলেও মেসি এখনো শততম গোলের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
শততম গোলের মাইলফলক থেকে মেসি মাত্র এক গোল দূরে আছেন। ১৭৩ ম্যাচ শেষে তার গোল সংখ্যা ৯৯। বিশ্বকাপের পর নিজেদের প্রথম প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে একটি গোল করেছিলেন এ আর্জেন্টাইন তারকা। মার্চের শেষ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এ ম্যাচে প্রতিপক্ষে জালে বল জড়াতে পারলে বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি।